রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন লিটন দাসের দখলে

Fresh News রিপোর্ট
জুন ২৭, ২০২৫
১০:৪৯ পূর্বাহ্ণ

কলম্বো টেস্টে উইকেটের পেছনে নতুন মাইলফলক ছুঁয়েছেন লিটন দাস। গল টেস্টে মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে ১১৩টি ডিসমিসালের রেকর্ড স্পর্শ করার পর এবার তাকে ছাড়িয়ে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড নিজের করে নিয়েছেন লিটন।

বর্তমানে লিটনের ডিসমিসালের সংখ্যা ১১৪টি, যার মধ্যে ৯৯টি ক্যাচ ও ১৫টি স্ট্যাম্পিং রয়েছে। এই রেকর্ড গড়তে লিটনের প্রয়োজন হয়েছে মাত্র ৬৫ ইনিংস, যেখানে মুশফিকের একই সংখ্যা অর্জনে লেগেছে ৯৯ ইনিংস। গড় হিসাব করলে লিটনের ইনিংসপ্রতি ডিসমিসাল ১.৭৫৩, যেখানে মুশফিকের তা ১.১৪১।

বাংলাদেশের হয়ে কমপক্ষে ৫০ ডিসমিসাল করা তৃতীয় উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট, যিনি ৮৭টি ডিসমিসাল করেছিলেন ইনিংসপ্রতি ১.৪২ হারে। তবে ডিসমিসাল গড়ের দিক থেকে এগিয়ে রয়েছেন নুরুল হাসান সোহান, যিনি এখন পর্যন্ত ইনিংসপ্রতি ১.৮৮ ডিসমিসাল করেছেন।

টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১০০ বা তার বেশি ডিসমিসালের কৃতিত্ব আছে ৫৪ জন উইকেটরক্ষকের। এ তালিকায় শীর্ষে রয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা মার্ক বাউচার, যিনি ২৮১ ইনিংসে ৫৫৫টি ডিসমিসাল করেছিলেন।

এদিকে কলম্বোতে চলমান শ্রীলঙ্কা-বাংলাদেশ দ্বিতীয় টেস্টে ব্যাকফুটে রয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট হওয়ার পর শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ২৯০ রান তুলে নিয়েছে ৪৩ রানের লিড। অপরাজিত আছেন ওপেনার পাথুম নিশাঙ্কা ১৪৬ রানে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।