গাজা উপত্যকায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। তারা বলছেন, ট্রাম্পের কথাগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বরং রাজনৈতিক কল্পনার মতো শোনায়।
রোববার ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ-এর একটি প্রতিবেদন উদ্ধৃত করে বার্তাসংস্থা আনাদোলু জানায়, বন্দি বিনিময় বিষয়ক আলোচনায় জড়িত ইসরায়েলি কর্মকর্তারা নাম প্রকাশ না করে জানিয়েছেন, হামাস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থানে কোনো ধরনের বাস্তব পরিবর্তনের ইঙ্গিত নেই।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এমন একটি সমঝোতা চায় যাতে যুদ্ধবিরতির পাশাপাশি বন্দিদের মুক্তি ও সংঘাতের অবসান ঘটে এবং মধ্যপ্রাচ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ খুলে যায়।
তবে হোয়াইট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘এক সপ্তাহের মধ্যে যুদ্ধবিরতি’ মন্তব্য শুনে মার্কিন কর্মকর্তারাও বিস্মিত হন এবং বলেন, এই বক্তব্যের পেছনে দৃশ্যমান কোনো বাস্তব ভিত্তি নেই।
বন্দি বিনিময় নিয়ে কাতার ও মিসরের মধ্যস্থতায় আলোচনা চললেও এখনো পর্যন্ত কোনো কার্যকর অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
এদিকে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ-এর গোপন সফরের গুঞ্জনও অস্বীকার করেছেন ইসরায়েলি কর্মকর্তারা, বলছেন—এমন কোনো সফরের পরিকল্পনাই নেই।
তারা ধারণা করছেন, ইরান-ইসরায়েল উত্তেজনার প্রশমন নিয়ে ট্রাম্প যে কূটনৈতিক অর্জনের দাবি করেছেন, তারই ধারাবাহিকতায় গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা দেখিয়ে আরেকটি রাজনৈতিক সাফল্যের বার্তা দিতে চাইছেন তিনি।