রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আবারও কমেছে সোনার দাম, এখন ভরিতে কত?

Fresh News রিপোর্ট
জুন ২৯, ২০২৫
১০:০১ পূর্বাহ্ণ

সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরিতে ২,৬২৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৭০,২৩৬ টাকা। আগের দিন এ সোনা বিক্রি হচ্ছিল ১,৭২,৮৬০ টাকায়।

শনিবার বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম রবিবার থেকে কার্যকর হবে।

ঘোষিত নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি বিক্রি হবে ১,৬২,৫০৩ টাকায়, ১৮ ক্যারেটের ভরি ১,৩৯,২৯১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১,১৫,১৭০ টাকায়।

তবে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১,৭২৬ টাকায় নির্ধারণ করা হয়েছে।