রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশের রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড, ৩০ বিলিয়ন ডলার ছাড়াল

Fresh News রিপোর্ট
জুন ২৯, ২০২৫
৯:৪২ অপরাহ্ণ

২০২৪-২৫ অর্থবছরের রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দুদিন বাকি থাকতেই প্রবাসীরা ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ফেলেছেন। গত বছরের ১ জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৩ হাজার ৫ কোটি ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ ৭০ হাজার কোটি টাকার সমান। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ, যা পূর্ববর্তী সর্বোচ্চ ২০২০-২১ অর্থবছরের ২৪.৭৮ বিলিয়ন ডলারকেও ছাড়িয়ে গেছে।

রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য প্রকাশ করেন। চলতি মাসের ২৮ দিনে প্রবাসীরা ২৫৪ কোটি ডলার (৩১ হাজার ২৩০ কোটি টাকা) পাঠিয়েছেন। এ মাসের বাকি দিনগুলোতে একই গতি অব্যাহত থাকলে, জুন মাসের শেষে রেমিট্যান্স ২৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো এই রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলস্বরূপ রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিকতা এসেছে।

মে মাসে প্রবাসী বাংলাদেশিরা ২৯৭ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ে ৩১.৭% বেশি। এ বছরের মার্চ মাসে একক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাই থেকে মে পর্যন্ত ধারাবাহিকভাবে ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে, যা সরকারী পদক্ষেপের সুফল হিসেবে দেখা যাচ্ছে।