নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের ইয়াংগুনে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ। বাহরাইনের বিপক্ষে ৭-০ গোলের বিশাল ব্যবধানে জয় লাভ করেছে টাইগ্রেসরা। প্রথমার্ধেই বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল এবং দ্বিতীয়ার্ধে আরো দুই গোল যোগ করে ব্যবধান আরো বাড়ায়।
বাংলাদেশ সি গ্রুপে অবস্থান করছে এবং এই গ্রুপের স্বাগতিক মিয়ানমার ৮-০ গোলে তুর্কমেনিস্তানকে পরাজিত করেছে। ২ জুলাই বাংলাদেশ-মিয়ানমার ম্যাচটি নির্ধারণ করবে সি গ্রুপ থেকে আগামী বছর অস্ট্রেলিয়ায় কে যাবে। বাংলাদেশের র্যাংকিং ১২৮, যেখানে বাহরাইনের র্যাংকিং ৯২। বাহরাইন বাংলাদেশের বিপক্ষে পুরো ম্যাচে অসহায় আত্মসমর্পণ করেছে এবং তারা তেমন কোনো আক্রমণ করতে পারেনি। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশের পূর্ণ আধিপত্য ছিল।
ম্যাচের শুরুতে বাংলাদেশ ১০ মিনিটে গোল করে এগিয়ে যায়। বাহরাইনের আক্রমণ প্রতিহত করে লম্বা বল দিয়ে ফরোয়ার্ড শামসুন্নাহার গোল করেন। পাঁচ মিনিট পর, বাম প্রান্ত থেকে একটি দর্শনীয় গোল করেন তহুরা। এরপর, ৪২ মিনিটে কর্ণার থেকে কোহাতি কিসকুর গোল বাংলাদেশকে ৩-০ লিড এনে দেয়।
ইনজুরি সময়ে তহুরা খাতুনের দুটি গোলের ফলে বাংলাদেশ ৫-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে। দ্বিতীয়ার্ধে শামসুন্নাহার ও মুনকি আরো দুটি গোল করেন, যাতে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।