বিপিএল ২০২৪ আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করেছে। তবে দলের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করা হবে না। তিনি বলেন, “নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টি ব্যবহার করতে পারে এবং আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে।”
মিজান আরও জানান, ফরচুন বরিশালের হয়ে আগের বিপিএলে খেলা শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মায়ার্স এবং ফাহিম আশরাফের মতো তারকা ক্রিকেটাররা দলটির অংশ ছিলেন, তবে এবারও বেশ কিছু নতুন নাম যুক্ত হচ্ছে।
এদিকে, দলের হয়ে জিমি নিশামের মতো ক্রিকেটার খেলার সুযোগ পাননি। মিজান জানান, “আমরা তার জন্য পরিকল্পনা করেছিলাম, কিন্তু ম্যাচের প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায় স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবে তিনি দলের সঙ্গে ছিলেন এবং জয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
ফরচুন বরিশাল সবসময়ই কৌশলগতভাবে দল গঠন করে এবং ক্রিকেটারদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করে।