রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

টিকটক বিক্রি নিয়ে ট্রাম্পের নতুন ঘোষণা, চীনের অনুমতির প্রয়োজন

Fresh News রিপোর্ট
জুন ৩০, ২০২৫
১০:৩৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম অ্যাপ টিকটকের জন্য ‘অত্যন্ত ধনী’ ক্রেতা খুঁজে পাওয়ার দাবি করেছেন। তিনি জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারেন। তবে, টিকটক বিক্রি করতে হলে চীন সরকারের অনুমতি নেওয়া প্রয়োজন বলে ট্রাম্প জানিয়েছেন।

ফক্স নিউজে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের কাছে টিকটকের একজন ক্রেতা রয়েছে, তবে মনে হয় চীনের অনুমতি লাগবে। আমি মনে করি, প্রেসিডেন্ট শি জিনপিং সেই অনুমতি দেবেন।” তিনি আরও জানান, সম্ভাব্য ক্রেতারা অত্যন্ত ধনী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি দল, তবে বড় কোনো প্রযুক্তি কোম্পানি এতে জড়িত কিনা তা জানাননি।

টিকটকের মার্কিন অংশ বিক্রি না করলে পুরো অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ২০২৪ সালে পাস হওয়া একটি আইনে উল্লেখ করা হয়েছিল। এর পেছনে ছিল জাতীয় নিরাপত্তা উদ্বেগ, কারণ টিকটক ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের কাছে চলে যাওয়ার আশঙ্কা ছিল।

এর আগে, জুনে ট্রাম্প টিকটক বিক্রির সময়সীমা ৯০ দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারণ করেন। বর্তমানে টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর জন্য সেবা দিচ্ছে।