এনআরবি গ্লোবাল ব্যাংকের (বর্তমান গ্লোবাল ইসলামী ব্যাংক) খাতুনগঞ্জ শাখা থেকে মাত্র পাঁচ দিনের মধ্যে ৫০ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ জুন) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের সহকারী পরিচালক বিলকিস আক্তার মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, সাদ মুসা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাহমুদ সাজিদ কটন মিলস লিমিটেডের অনুকূলে দুটি ঋণ অনুমোদন দেওয়ার মাধ্যমে সুপরিকল্পিত প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়।
মামলায় আসামির তালিকায় সাদ মুসা গ্রুপের কর্ণধার মোহাম্মদ মোহসিন, তার স্ত্রী শামীমা নারগিস চৌধুরী, গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান নিজাম চৌধুরী, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, সাবেক পরিচালকরা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমদ। তিনি বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১০৯, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং মানিল্ডারিং প্রতিরোধ আইনের ৪(২)(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।