ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি জানাতে হামাসকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। তিনি একে ‘চূড়ান্ত প্রস্তাব’ হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন হামাস মধ্যপ্রাচ্যের শান্তির স্বার্থে এ প্রস্তাব গ্রহণ করবে।
ট্রাম্প জানান, ইসরায়েল এই যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিমধ্যেই সম্মত হয়েছে এবং এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধে সব পক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
তিনি জানান, কাতার ও মিসরের প্রতিনিধিরা হামাসের কাছে প্রস্তাবের খসড়া কপি পৌঁছে দেবে। এ বিষয়ে সকল পক্ষকে মনোযোগী হওয়ার অনুরোধ জানান তিনি।
এর আগে রোববার ট্রাম্প সাংবাদিকদের জানান, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার তিনি যুদ্ধবিরতির প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
স্টিভ উইটকফ যখন তার আগের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন, তখন হামাস জানিয়েছিল তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে প্রস্তুত এবং যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় রাজি। তবে ইসরায়েল শর্ত দেয় যে হামাসকে অস্ত্র সমর্পণ করে দল হিসেবে বিলুপ্ত হতে হবে, যা হামাস প্রত্যাখ্যান করে। সেই প্রস্তাব আর এগোয়নি। এবার ট্রাম্পের সরাসরি আহ্বানের পর হামাস কী অবস্থান নেয়, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নজরদারি চলছে।