রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় চীন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ১ লাখ ১০ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দিয়েছে সরকার, যার জন্য ব্যয় হবে ৮৫০ কোটি টাকার বেশি। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাত থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪১ কোটি টাকা। প্রতি টনের মূল্য ধরা হয়েছে ৩৮৫ দশমিক ৫০ মার্কিন ডলার।
কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবে চীন ও সৌদি আরব থেকে ৪০ হাজার করে মোট ৮০ হাজার মেট্রিক টন ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। চীনের সঙ্গে পূর্বে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই আমদানি কার্যক্রম শুরু হবে। চীন থেকে আমদানিতে ব্যয় হবে প্রায় ৩৫৮ কোটি ২০ লাখ টাকা, যেখানে প্রতি টনের মূল্য ৭২৯ দশমিক ২৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে সৌদি আরব থেকে আমদানিকৃত ডিএপি সারের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৫১ কোটি ২০ লাখ টাকা এবং প্রতি টনের মূল্য ৭১৫ ডলার। তিনটি আমদানিকৃত চালানের মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৮৫০ কোটি ৫০ লাখ টাকা, যা রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কৃষিখাতে সার সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়তা করবে।