রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া

Fresh News রিপোর্ট
জুলাই ৪, ২০২৫
৯:৪৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রথম কোনো দেশের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তালেবান সরকারের নিয়োগ দেওয়া রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মধ্য দিয়ে এই স্বীকৃতি নিশ্চিত করে মস্কো।

শুক্রবার (৪ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান সরকারের স্বীকৃতি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এই সিদ্ধান্তকে “সাহসী পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেন এবং আশা প্রকাশ করেন, রাশিয়ার এই অবস্থান অন্য দেশগুলোর জন্য উদাহরণ হবে।

তবে এখনও জাতিসংঘ বা অন্যান্য প্রধান আন্তর্জাতিক সংস্থা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। যুক্তরাষ্ট্রও তালেবান নেতাদের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল পরিমাণ সম্পদ জব্দ করে রেখেছে, ফলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় আফগানিস্তান প্রায় বিচ্ছিন্ন।

রাশিয়া ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখে। তখন তারা যুক্তরাষ্ট্রের আফগান নীতিকে ব্যর্থতা হিসেবে অভিহিত করেছিল। এরপর ২০২২ ও ২০২৪ সালে তালেবান প্রতিনিধিরা রাশিয়ার অর্থনৈতিক ফোরামে অংশ নেয় এবং ২০২৩ সালে আফগান পররাষ্ট্রমন্ত্রী মস্কো সফর করেন।

২০২৪ সালের জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে “সন্ত্রাসবিরোধী মিত্র” বলে উল্লেখ করেন এবং তার আগেই সুপ্রিম কোর্ট তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে থাকা নিষেধাজ্ঞা তুলে নেয়। উল্লেখ্য, ২০০৩ সালে রাশিয়া তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছিল।

বর্তমানে রাশিয়া তালেবান শাসিত আফগানিস্তানকে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদার হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে আইএসআইএস বিরোধী অবস্থানের কারণে মস্কো তালেবান সরকারের গুরুত্ব বাড়িয়ে দেখছে। এরই অংশ হিসেবে রাশিয়া কাবুলে একটি ব্যবসায়িক কার্যালয় খুলেছে এবং আফগানিস্তানকে গ্যাস পরিবহনের ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও জানিয়েছে।