ফিলিস্তিনের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বকে সক্রিয় প্রতিক্রিয়া দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি বলেন, এই গণহত্যার মুখে বিশ্ব উদাসীন থাকতে পারে না।
রোববার (৬ জুলাই) রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে তিনি এই মন্তব্য করেন। লুলা বলেন, ইসরায়েল গাজায় নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করছে এবং খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যা কোনোক্রমেই মেনে নেওয়া যায় না।
তার এই মন্তব্য এসেছে এমন সময়, যখন কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা আবার শুরু হয়েছে। হামাস জানিয়েছে, তারা একটি প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক জবাব দিয়েছে।
ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের বিরোধিতা করে যুদ্ধবিরতির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা আগেও গাজায় ইসরায়েলের আচরণকে গণহত্যার সঙ্গে তুলনা করেছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত গাজায় ৫৭ হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় হামলা অব্যাহত রেখেছে।
এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে।