রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ম্যাংগো ফেস্টিভ্যাল

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৯:১১ পূর্বাহ্ণ

নওগাঁর সাপাহারে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’। “আমের বাণিজ্যিক রাজধানী সাপাহার, নওগাঁ” – এই স্লোগানে ১৮ ও ১৯ জুলাই সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বসবে এ উৎসব। জেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই উৎসব অনুষ্ঠিত হবে।

উৎসবে আম বিক্রয় ও প্রদর্শনীর পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের স্টল। বিশেষ ছাড়ে আম কেনার সুযোগ পাবেন ক্রেতারা। দেশ-বিদেশে আম পাঠাতে থাকবে তাৎক্ষণিক কুরিয়ার সার্ভিস। থাকবে আম দিয়ে তৈরি বিভিন্ন খাবারের স্টল, আম চাষিদের প্রোফাইল এবং অনলাইন সরবরাহকারীদের তথ্যসহ স্টল।

১০০ জন অংশগ্রহণকারীর জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়েছে, যেখানে আম চাষ, রোগবালাই প্রতিরোধ, উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা হবে। এছাড়া আম রপ্তানি ও বাজার সম্প্রসারণ নিয়ে খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে উন্মুক্ত সেমিনার।

প্রতিদিন বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমভিত্তিক ভোজন প্রতিযোগিতা। আয়োজকরা আশা করছেন, এই উৎসব শুধু আমের বাণিজ্যিক গুরুত্ব নয়, সাপাহারের অর্থনৈতিক সম্ভাবনাও দেশ-বিদেশে তুলে ধরবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ জানিয়েছেন, সাপাহারে প্রচুর পরিমাণ আম উৎপাদন হলেও চাষিরা ন্যায্য দাম পান না। এই উৎসব সাপাহারকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে সহায়ক হবে বলে তার প্রত্যাশা।

জানা গেছে, সাপাহারে বর্তমানে ২০ হাজারের বেশি আম চাষি রয়েছেন এবং প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। গত মৌসুমে আমকে ঘিরে এখানে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ব্যাংক লেনদেন এবং ৫ হাজার কোটি টাকার নগদ লেনদেন হয়েছে।

আয়োজক ও অংশগ্রহণকারীরা আশা করছেন, এই উৎসব সফল হলে সাপাহারের আম দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পৌঁছাবে এবং স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।