রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে তারেক রহমানের শোক প্রকাশ

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
৯:১৫ পূর্বাহ্ণ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা ড. মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (৬ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই শোকবার্তা প্রকাশ করেন।

তারেক রহমান জানান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার ভোরে রাজধানীর মগবাজারের বারাকাহ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন এবং তার মেধা ও যোগ্যতার মাধ্যমে বহু শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যারা বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত। পাশাপাশি একজন আদর্শ মা হিসেবে তিনি নিজ সন্তানকেও সুশিক্ষায় গড়ে তুলেছেন।

তারেক রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।