রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

দেশের বাজারে স্বর্ণের দাম কমল, রুপার দাম অপরিবর্তিত

Fresh News রিপোর্ট
জুলাই ৭, ২০২৫
১০:০১ অপরাহ্ণ

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বোচ্চ মানের ২২ ক্যারেট সোনার ভরিতে এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭০ হাজার ৫৫১ টাকা।

সোমবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমার ফলে নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) থেকে নতুন এই দাম কার্যকর হবে। আগের দিন সোনার দাম ছিল এক লাখ ৭২ হাজার ১২৬ টাকা।

বাজুসের নির্ধারিত নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৭৯৪ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম এক লাখ ৩৯ হাজার ৫৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ১৫ হাজার ৩৯২ টাকা।

তবে রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। ২২ ক্যারেট রুপার ভরি ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।