রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

নারাজ হাওলাদার-চুন্নুরা, প্রশ্ন তুললেন জিএম কাদেরের মানসিক সুস্থতা নিয়েও

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৮:২৪ অপরাহ্ণ

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া সিনিয়র নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু ও আনিসুল ইসলাম মাহমুদ এক সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান জিএম কাদেরের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন এবং জাতীয় পার্টি ভাঙনের ষড়যন্ত্র প্রতিহত করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার দুপুরে গুলশানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার বলেন, জিএম কাদের যে সিদ্ধান্ত নিয়েছেন, তা একক, অযৌক্তিক ও অগণতান্ত্রিক। তিনি জানান, চেয়ারম্যানের দেওয়া চিঠিকে ‘লাভ লেটার’ বলে অভিহিত করে বলেছেন, তারা কাউকে বহিষ্কার করেননি এবং কাউকে ছাড়তে চান না বরং দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে চান।

হাওলাদার আরও বলেন, রাজনীতিতে সহযোগিতা ও পরিশ্রমের গুরুত্ব অপরিসীম। তিনি দাবি করেন, তাদের ঘাম, অর্থ ও পরিশ্রমেই দল জনগণের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, অথচ বিনা নোটিশে প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বাদ দেওয়া হয়েছে। তার প্রশ্ন, একজন সুস্থ রাজনীতিবিদ কি এমন আচরণ করতে পারেন?

সংবাদ সম্মেলনে কাজী ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। তিনি মন্তব্য করেন, রাজনীতি একা করা যায় না, বরং সম্মিলিতভাবে নেতৃত্ব দিতে হয়। এ সময় তিনি জিএম কাদেরকে মানসিকভাবে অসুস্থ বলেও অভিযোগ তোলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, জিএম কাদের নিজের সিদ্ধান্ত নিজেই বোঝেন না। তিনি দাবি করেন, প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে ভবিষ্যৎ কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা এড়াতেই এই কৌশল নেওয়া হয়েছে। তবে তারা জাতীয় পার্টি ছাড়বেন না এবং আগামী কাউন্সিলে অংশগ্রহণ করবেন বলে জোরালোভাবে ঘোষণা দেন।

সম্মেলনে নেতারা একমত হন যে, ব্যক্তিগত স্বার্থে দলের ভাঙন হতে দেওয়া যাবে না এবং দলের প্রতি তাদের অবদান, ভালোবাসা ও দায়িত্ববোধ কাদের সাহেবের চেয়েও বেশি।