রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

পিআর পদ্ধতির প্রস্তাব আওয়ামী লীগকে পুনর্বাসনের ফাঁদ: শামসুজ্জামান দুদু

Fresh News রিপোর্ট
জুলাই ৮, ২০২৫
৮:২৬ অপরাহ্ণ

পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তাবকে একটি রাজনৈতিক চক্রান্ত হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার মতে, এই প্রস্তাব মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা, যা জনগণ ইতোমধ্যেই বুঝে গেছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক স্মরণসভায় তিনি এসব মন্তব্য করেন। ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দুদু বলেন, যারা পিআর পদ্ধতি চাইছেন, তারা প্রকৃতপক্ষে অন্ধকারের শক্তিকে আবার ফিরিয়ে আনতে চাচ্ছেন। জনগণের ঘাড়ে এই পদ্ধতি চাপিয়ে দিয়ে ক্ষমতা দখলের নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, আন্দোলন শুরু হয়েছে অনেক আগেই, এটা কোনো এক বছরের বিষয় নয়। এটা ছিল স্বৈরাচার হটানোর, গণতন্ত্র পুনরুদ্ধারের এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। এখন যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তারা গণরায়কে পাশ কাটিয়ে অন্যপথে ক্ষমতা দখলের চক্রান্ত করছেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, যদি সত্যিই কেউ পিআর পদ্ধতি চায়, তবে জাতির সামনে রাজনৈতিক প্রস্তাব উপস্থাপন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের রায় নিতে হবে। বিএনপির ঘাড়ে চেপে কিংবা রাষ্ট্রীয় কাঠামো ব্যবহার করে কিছু আদায় করা যাবে না। জাতি এসব ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি মনে করেন, শহীদদের প্রকৃত সম্মান জানানোর পথ হলো গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। এজন্য সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। যারা স্বাধীনভাবে ভোট দিতে চান, তাদের এখনই মাঠে নামা উচিত।

স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী এবং আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ অন্যান্য নেতারা।