রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মিডিয়ার একাংশ দুর্নীতিবাজদের ঢাল হয়ে উঠেছে: হাসনাত আবদুল্লাহ

Fresh News রিপোর্ট
জুলাই ৯, ২০২৫
৯:২২ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, কিছু সংবাদমাধ্যম আজকাল জনগণের পক্ষে কাজ করার পরিবর্তে দুর্নীতিবাজ ওলিগার্কদের রক্ষাকবচে পরিণত হয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, কিছু মিডিয়া দুর্নীতিবাজদের ফেরেশতা বানাচ্ছে, আবার মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং সৎ রাজনীতিবিদদের হেনস্তা করছে।

তার ভাষায়, মিডিয়ার দায়িত্ব জনগণের পক্ষে কথা বলা হলেও আজকাল কিছু হাউজ রাষ্ট্রের প্রভাবশালী ধনিক গোষ্ঠীর হয়ে কাজ করছে, যাদের বিরুদ্ধে দুর্নীতি ও অপরাধের অভিযোগ রয়েছে। তারা মিডিয়াকে অপরাধ আড়াল করতে এবং ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণে ব্যবহার করছে।

তিনি জানান, এনসিপি কর্পোরেট মিডিয়ার ওপর নির্ভরশীল রাজনীতি করে না। দল ও মিডিয়ার সম্পর্ক হওয়া উচিত স্বচ্ছ, নীতিনিষ্ঠ ও পেশাদার। তারা কখনো ব্যাকডোর আলোচনায় যায়নি, যাবেও না বলে জানান তিনি।

ফ্যাসিবাদী শাসনের সময় যারা নিপীড়নের পক্ষে ছিল, আজও তারা একই উদ্দেশ্যে সক্রিয় বলে মন্তব্য করেন হাসনাত। তিনি জানান, গণমাধ্যমের স্বাধীনতায় তারা বিশ্বাসী, তবে সেই স্বাধীনতা সত্য ও জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে।

তার দাবি, কালো টাকার দাপটে কিছু তরুণ সাংবাদিক আজ বিক্রি হয়ে গেছেন। তাদের স্বাধীনতার শৃঙ্খল ভেঙে সত্যের জন্য লড়াই করার আহ্বান জানান তিনি।

সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকরা যেন অন্যায়ের প্রতিবাদে সোচ্চার থাকেন এবং সত্য, সততা ও ন্যায়পরায়ণতার পক্ষে গণমাধ্যমকে জনগণের আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলেন।