রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

শাপলা জাতীয় প্রতীক নয়, অংশ মাত্র: সারজিস আলম

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
১০:০৮ পূর্বাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শাপলা ফুল জাতীয় প্রতীক নয় বরং জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র। তার মতে, যেভাবে ধানের শীষ, পাট পাতা ও তারকা জাতীয় প্রতীকের অংশ, তেমনি শাপলাও একটি অংশ।

বুধবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সারজিস আলম বলেন, যদি শাপলা রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও হতে পারে না। তার মতে, জাতীয় প্রতীকের কোনো একটি অংশ যদি রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহারযোগ্য হয়, তাহলে শাপলাও হতে বাধা থাকার কথা নয়।

তিনি আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহারে আইনগত কোনো সমস্যা নেই। কাঁঠাল জাতীয় ফল হয়েও প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেক্ষেত্রে শাপলার ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য।

সারজিস আলম প্রশ্ন তোলেন, প্রতীক নিয়ে যদি ভয় থেকেই থাকে, তাহলে তা স্পষ্টভাবে আগে জানানো উচিত।