রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

৪৩ ধরনের রপ্তানি পণ্যে চলতি অর্থবছরেও নগদ সহায়তা বহাল

Fresh News রিপোর্ট
জুলাই ১০, ২০২৫
৮:৫৮ অপরাহ্ণ

২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ৪৩টি পণ্য ও খাতে রপ্তানির বিপরীতে শূন্য দশমিক ৩ শতাংশ থেকে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। পূর্ববর্তী অর্থবছরের মতো এবারও একই হারে এই প্রণোদনা কার্যকর থাকছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে জানানো হয়েছে, ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময়ের মধ্যে রপ্তানি করা এসব পণ্য ও খাতের জন্য নগদ সহায়তা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবারের অর্থবছরের জন্যও রপ্তানি খাতে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে নগদ সহায়তা পরিশোধের প্রক্রিয়া চালু রাখা হয়েছে। গতবছরের শেষদিকে নগদ সহায়তার হার সামান্য কমানো হলেও এ অর্থবছরে সেই হারেই সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্য যে, রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট ব্যাংকের বহিঃনিরীক্ষক বা অনুমোদিত অডিট ফার্মের মাধ্যমে রপ্তানির হিসাব নিরীক্ষা করাতে হবে। সেই নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার পরই প্রণোদনার টাকা ছাড় করা হবে।