ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের বক্তব্য দেওয়ার সিরিয়াল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ শেষে এই পরিস্থিতি সৃষ্টি হয়।
সংলাপের ধারাবাহিকতায় অন্যান্য দিনের মতো এবারও প্রথমে ব্রিফ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এরপর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবাদ সম্মেলনে বক্তব্য শুরু করেন। এ সময় পাশে দাঁড়িয়ে ছিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। কিন্তু সাকির পরেই বক্তব্য দিতে বসে পড়েন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।
সংবাদ সম্মেলনে বসার আহ্বান জানালেও এরই মধ্যে ইসলামী আন্দোলনের নেতা কথা বলা শুরু করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান সালাহউদ্দিন। পাশ থেকে মন্তব্য করেন, ‘পীর সাহেবকে কেউ ডিস্টার্ব কইরেন না।’ এরপর তিনি রুম ছেড়ে নিজের গাড়ির সামনে চলে যান।
গাড়িতে ওঠার সময় কয়েকজন সাংবাদিক তাকে ফের আসার অনুরোধ জানালে তিনি বলেন, ‘এখানে তো তোমরা সিরিয়ালই দিচ্ছ না, ছোট ছোট দল বসে পড়ে, এটা কোনো কথা? আমি চলে যাচ্ছি।’ আরও বলেন, ‘বিএনপি কি পাঁচ নম্বর দল? পাঁচ নম্বরে গিয়ে কথা বলতে হবে?’
পরে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের অনুরোধে সালাহউদ্দিন ফের ব্রিফিং কক্ষে আসেন এবং সিপিবি সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্সের পাশে বসেন। সেখানে উপস্থিত জামায়াতে ইসলামীর হামিদুল ইসলাম আজাদ, এলডিপির হাসান সারওয়ার্দী এবং গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেন।
সাংবাদিকদের আহ্বানে সাড়া দিয়ে ওই দুই নেতা উঠে দাঁড়ালে সালাহউদ্দিন আহমেদ শেষ পর্যন্ত বক্তব্য রাখতে সম্মত হন।