রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাবির আকাশে ড্রোন শোতে উদ্ভাসিত হলো নারীরাও পারে

Fresh News রিপোর্ট
জুলাই ১৫, ২০২৫
৮:৫৫ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের আকাশজুড়ে জ্বলে উঠলো আলোর বিপ্লব। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আয়োজিত ড্রোন শোতে শতাধিক ড্রোনের আলোয় ফুটে উঠল সাহসী নারীদের স্মৃতি, সংগ্রাম ও অবদানের প্রতীক।

সোমবার (১৪ জুলাই) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী আয়োজন সবাইকে বিমোহিত করে। আকাশে ঝলমলে আলোয় ভেসে ওঠে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের স্মারক চিত্র, যেটি শুরু হয়েছিল নারী শিক্ষার্থীদের হলের তালা ভাঙা প্রতিবাদ দিয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শহীদ মিনার পর্যন্ত টিএসসি চত্বর ছিল শিক্ষার্থীদের পদচারণায় মুখর। ‘জুলাই উইমেন্স ডে’ উপলক্ষে আয়োজিত এই আয়োজনে শিক্ষার্থীরা আবেগময় শ্রদ্ধা ও গর্ব নিয়ে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এই শোয়ের মূল উদ্দেশ্য ছিল ২০২৪ সালের নারী নেতৃত্বের অসামান্য সাহস ও আত্মত্যাগকে স্মরণ করা। সেই ঐতিহাসিক দিনেই প্রথম নারী শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে প্রতিবাদের সূচনা করেন, যা পরে দেশের রাজনৈতিক ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়।

শতাধিক ড্রোনের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় নারীর প্রতীকী দৃশ্য, লেখা ও সংগ্রামের বার্তা। সাহস, সমতা, অধিকার, নেতৃত্ব— প্রতিটি শব্দ যেন এক একটি আলোকরেখায় ভাসিয়ে দেয় পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকাশ।

আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, এমন আয়োজন শুধু চোখে দেখার নয়, বরং ইতিহাসের সঙ্গে এক আত্মিক সংযোগ তৈরি করে। এটি শুধু নারী দিবস নয়, বরং মুক্তচিন্তার প্রতীক হয়ে উঠেছে।