রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

আজ ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালন

Fresh News রিপোর্ট
জুলাই ১৬, ২০২৫
৯:৫৮ পূর্বাহ্ণ

কোটাবিরোধী আন্দোলনে শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের স্মরণে আজ ১৬ জুলাই রাষ্ট্রীয়ভাবে ‘জুলাই শহীদ দিবস’ পালন করা হচ্ছে। গত বছর এই দিনে রংপুরে পুলিশের গুলিতে তিনি নিহত হন। সরকার ইতিমধ্যে এই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে প্রতি বছর পালনের সিদ্ধান্ত নিয়েছে।

এ উপলক্ষে গত ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে জানানো হয় যে, ১৬ জুলাই জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রার্থনার আয়োজন করা হচ্ছে। ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।