দেশ গড়ার লক্ষ্যে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার রাজবাড়ী জেলায় আসছেন, আর তাদের আগমনকে কেন্দ্র করে জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়েছে।
একই দিনে যুবদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচি থাকায় কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো একযোগে মাঠে কাজ করছে। নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সকালে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ঘুরে দেখা গেছে, শহীদ স্মৃতি চত্বরসহ প্রধান সড়কগুলোতে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। শহরের সড়কগুলোতে নিয়মিত টহলও চালানো হচ্ছে। গোয়েন্দা সংস্থাগুলোর নজরদারিও জোরদার করা হয়েছে।
এনসিপির সমাবেশের জন্য শহরের রেলগেট এলাকার শহীদ স্মৃতি চত্বরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। প্রধান সড়কগুলোতে ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে পুরো শহর।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব জানান, পদযাত্রাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না। পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীও নিজেদের মতো করে দায়িত্ব পালন করবে।