রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জুলাই শহীদ দিবসে কিশোরগঞ্জে গণপদযাত্রা ও ফ্যাসিস্টবিরোধী দাবি

Fresh News রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫
১০:৫৩ পূর্বাহ্ণ

জুলাই শহীদ দিবস উপলক্ষে গণহত্যার বিচার, জড়িত ফ্যাসিস্টদের রাজনীতি নিষিদ্ধকরণ ও রাষ্ট্র সংস্কারের দাবিতে কিশোরগঞ্জে গণপদযাত্রা করেছে গণঅধিকার পরিষদ জেলা শাখা।

গতকাল কিশোরগঞ্জ শহরের পুরানথানা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও পুরানথানায় এসে শেষ হয় এ পদযাত্রা। কর্মসূচিতে বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আগাম নির্বাচন, প্রশাসনের ভূমিকা এবং তরুণ ভোটারদের গুরুত্ব তুলে ধরেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, এক বছর পার হলেও জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। রংপুরের আবু সাঈদ এবং চট্টগ্রামের ওয়াসিমদের আত্মত্যাগকে স্মরণ করে তিনি বলেন, দেশের ৫৩ বছরের রাজনীতিতে কোনো দৃশ্যমান সংস্কার নেই, বরং ফ্যাসিবাদ আরও গভীর হয়েছে।

তিনি দাবি করেন, আসন্ন নির্বাচন হবে ব্যতিক্রম, যেখানে তরুণ ভোটারদের অংশগ্রহণ রাজনৈতিক সমীকরণ বদলে দেবে। জনগণ আর পেশিশক্তির রাজনীতি দেখতে চায় না, তারা পরিবর্তন চায়। সরকারবিরোধী দলগুলোর ওপর গুপ্ত হামলা, পুলিশের নিরবতা এবং অপরাধীদের গ্রেপ্তার না করা নিয়ে তিনি প্রশাসনকে দায়ী করেন।

এছাড়া, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে ছাত্রলীগের হামলা, পুলিশের গাড়িতে আগুন এবং সমাবেশে ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে তিনি এর জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। এই হামলার প্রতিবাদে কড়া হুঁশিয়ারি দেন বক্তারা।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল বলেন, এক বছরেও গণহত্যার আসামিদের গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের ব্যর্থতা। স্বরাষ্ট্র উপদেষ্টাকে এর দায় নিতে হবে। আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি না করে দেশের রাজনীতিতে থাকতে দেওয়া হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি শফিকুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অভি চৌধুরী, সহসভাপতি শহিদুল ইসলাম শহিদ, মাসুদুল ইসলাম সোহেল প্রমুখ।