রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকায় খাল-নদীপাড়ে বৃক্ষরোপণে ক্লাইমেট রেজিলিয়েন্স গড়ার আহ্বান

Fresh News রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫
১০:৫৭ পূর্বাহ্ণ

শহরে গাছ লাগানোর জায়গা নেই – এ ধারণা বদলে দিতে ঢাকার জলাশয় ও নদীপাড়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, এসব উদ্যোগে বায়োডাইভারসিটি রক্ষা পাবে এবং ঢাকাকে জলবায়ু সহনশীল শহরে রূপান্তর করা সম্ভব হবে।

বুধবার উত্তরা দিয়াবাড়ির ৫ নম্বর ব্রিজ সংলগ্ন লেকপাড়ে আয়োজিত এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রাজধানীর বিভিন্ন ওয়াটার বডির পাশে গাছ লাগানোর মাধ্যমে শহরের পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনার সুযোগ রয়েছে।

মোহাম্মদ এজাজ বলেন, একসময় ঢাকায় পাঁচটি নদী প্রবাহিত হতো। এর মধ্যে কনাই নদীর একটি শাখা খিদির খাল বর্তমানে টঙ্গী খালের সঙ্গে সংযুক্ত করে পুনরায় প্রবাহিত করা হয়েছে। এমন প্রকল্প শহরের জলপ্রবাহ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কর্মসূচির অংশ হিসেবে হিজল, বট, কদম, কৃষ্ণচূড়া, ডুমুর, ছাতিম, জাম, জামরুল, নিম ও অর্জুন গাছ রোপণ করা হয়, যা নদী ও খালপাড়ের জন্য উপযুক্ত। গাছগুলোর পরিচর্যার দায়িত্বে থাকবে পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন সেভারস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইডিএলসির লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ও সিএসআর বিভাগের প্রধান ফারহানা শারমিন, গ্রিন সেভারসের প্রধান নির্বাহী আহসান রনি এবং ডিএনসিসি, আইডিএলসি ও গ্রিন সেভারসের কর্মকর্তারা।