রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

জাতীয় ঐক্যে অহংকার নয়, সংযম দরকার: জামায়াত আমির

Fresh News রিপোর্ট
জুলাই ১৯, ২০২৫
৮:১৬ অপরাহ্ণ

জাতীয় ঐক্যের নামে অহংকার ও তুচ্ছতাচ্ছিল্য বন্ধের আহ্বান জানিয়ে সবাইকে সংযম দেখানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সমাপনী পর্বে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যাঁরা আজ নানা দাবিদাওয়া তুলছেন, তাঁরা অতীতে কোথায় ছিলেন? আবু সাঈদের মতো যাঁরা বুক পেতে দিয়েছিলেন, তাঁদের আত্মত্যাগ ছাড়া হয়তো আজকের বাংলাদেশ হতো না। তাই অহংকার করে বা তাচ্ছিল্যভরে কারও অবদানকে খাটো করা উচিত নয়। এমন করলে ধরে নিতে হবে, সেই ব্যক্তির মনে স্বৈরাচারের বীজ রয়ে গেছে।

তিনি বলেন, জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন। অহংকার নয়, সংযমের মাধ্যমে ঐক্যকে ধরে রাখতে হবে। অতীতে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি, জয়ী হয়েছি। এখন আমাদের নতুন লড়াই দুর্নীতির বিরুদ্ধে। সেই লড়াইয়েও আমরা থাকব এবং ইনশাআল্লাহ জয়ী হব।

সমাবেশে বক্তব্যের শুরুতেই তিনি জানান, আজকের সমাবেশে অংশ নিতে এসে জামায়াতের তিনজন কর্মী ইন্তেকাল করেছেন। তিনি তাঁদের জন্য দোয়া কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফিক দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি বলেন, ইতিহাসে জামায়াতকর্মীদের বুক পেতে শহীদ হওয়ার প্রমাণ আছে, কিন্তু আজ যারা নতুন করে বক্তব্য রাখছেন, তাদের অতীতে কোনো ভূমিকা ছিল না। আমরা জাতীয় ঐক্য চাই, তবে কেউ যেন কাউকে ছোট করে কথা না বলেন। দেশের ভবিষ্যতের জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।