বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২০ জুলাই) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন।
এই পর্ষদের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচনায় আসবেন। অনুষ্ঠানে ড. ইউনূস মহান মুক্তিযুদ্ধের শহীদ, আহত ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন। বিশেষভাবে সেনাবাহিনীর শহীদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত সদস্যদের অবদানের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একইসঙ্গে তিনি ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতার কথাও উল্লেখ করেন।
ড. ইউনূস বক্তব্যে বলেন, পদোন্নতিতে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও নিযুক্তিগত উপযুক্ততাকে অগ্রাধিকার দিতে হবে। যোগ্য, নীতিবান ও পেশাদার অফিসাররাই উচ্চতর দায়িত্বের উপযুক্ত দাবিদার। তিনি আরও বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা সামরিক জীবনের বিভিন্ন স্তরে দক্ষ নেতৃত্ব দিয়েছেন, তাদেরই পদোন্নতির ক্ষেত্রে বিবেচনা করা উচিত।
প্রধান উপদেষ্টা বলেন, সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বেসামরিক প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে। এ অবদানের জন্য সেনাপ্রধানসহ সব সেনা সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী এবং চিফ অব জেনারেল স্টাফসহ সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা। অনুষ্ঠানের শেষে ড. ইউনূস সেনা কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে রাখেন।