রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকাসহ বিভিন্ন বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা কিছুটা কমতে পারে

Fresh News রিপোর্ট
জুলাই ২০, ২০২৫
৮:২৭ অপরাহ্ণ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে বুধবার (২৩ জুলাই) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

রবিবার (২০ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির এক পূর্বাভাসে এসব তথ্য জানান। এতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যার পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকার কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। খুলনা ও বরিশালেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে।

বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। রংপুরে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। দেশের অধিকাংশ এলাকায় দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে আসবে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।