জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার সংস্কার ও নতুন সংবিধানের জন্য আমরা রাজপথে নেমেছি, যে সংবিধানে জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা পাবে।
শুক্রবার (২৫ জুলাই) সিলেটের শহীদ মিনারে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা একত্রিত হবো জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের দাবি আদায়ের জন্য। ইনশাআল্লাহ, সেখান থেকেই আমাদের আন্দোলনের লক্ষ্য পূরণ করবো।
তিনি বলেন, সিলেট বহু জাতি ও সংস্কৃতির আবাসস্থল, যেখানে ইসলামের সম্প্রীতি ও ন্যায়বিচারের বাণী সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এই অঞ্চল ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক এবং সেই আলোকেই সিলেটকে দেখতে হবে।
তিনি আরও বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই অভ্যুত্থান পর্যন্ত সিলেটের মানুষ সবসময় বুক চিতিয়ে লড়াই করেছে। এই ভূমি বারবার প্রমাণ করেছে তাদের জাতীয় ভূমিকা।
প্রবাসীদের প্রসঙ্গে তিনি বলেন, লন্ডনে বাংলাদেশি কমিউনিটির বড় অংশ সিলেটি। তারা লন্ডনের প্রতিটি মসজিদ, স্কুল, রেস্টুরেন্ট এবং রাস্তায় শ্রম দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে সচল রেখেছেন। আমরা সেই প্রবাসী ভাইদের ভোটাধিকারের দাবিও জানাচ্ছি।