রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

মাইলস্টোন কলেজে ক্লাস শুরুর সিদ্ধান্ত স্থগিত, সোমবার চূড়ান্ত ঘোষণা

Fresh News রিপোর্ট
জুলাই ২৬, ২০২৫
৯:৩৫ অপরাহ্ণ

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত ক্যাম্পাসে রোববার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরুর কথা থাকলেও মানসিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, আগেই বলা হয়েছিল পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধাপে ধাপে শিক্ষা কার্যক্রম চালু করা হবে। তবে শিক্ষার্থীদের মানসিক অবস্থা ও নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি বলেন, এত বড় দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মনে যে ভয় ও অস্থিরতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় ও সহানুভূতির প্রয়োজন। তাই ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ না ফিরলে ক্লাস শুরুর বিষয়ে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।

আগামী সোমবার (২৮ জুলাই) বিকেলে পরিস্থিতি ও প্রস্তুতি মূল্যায়ন করে পরবর্তী করণীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। প্রতিষ্ঠানটি আশ্বাস দিয়েছে, শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি যাতে দীর্ঘস্থায়ী না হয়, সে দিকেই তাদের অগ্রাধিকার।

গত ২১ জুলাই রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ ভবনের ওপর বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ক্যাম্পাসজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরদিন থেকে শিক্ষা কার্যক্রম স্থগিত রয়েছে।

এই ঘটনায় নিহত ও আহতদের তথ্য জানাতে কলেজে একটি নিয়ন্ত্রণ কক্ষ (কন্ট্রোল রুম) খোলা হয়েছে, যেখান থেকে প্রতিদিনের হালনাগাদ তথ্য জানানো হচ্ছে। শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার লক্ষ্যে কর্তৃপক্ষ অভিভাবক, শিক্ষক ও প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং ধাপে ধাপে ক্লাস চালুর প্রস্তুতি নিচ্ছে।