রবিবার
৩রা আগস্ট, ২০২৫
১৯শে শ্রাবণ, ১৪৩২

আমরা জনতার পক্ষে সত্য বলি

একদিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে ৪০৯ জন হাসপাতালে

Fresh News রিপোর্ট
জুলাই ২৭, ২০২৫
৭:১২ অপরাহ্ণ

শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৪০৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের দিন শনিবারও ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রামে ৭২ জন, ঢাকার বাইরের এলাকায় ৬৭ জন, ঢাকা উত্তর সিটিতে ৩২ জন, দক্ষিণ সিটিতে ৫৪ জন, খুলনায় ২৮ জন, ময়মনসিংহে ১১ জন, রাজশাহীতে ৫১ জন, রংপুরে ১৬ জন এবং সিলেটে ৪ জন রয়েছেন।

একই সময়ে সারাদেশে ৫৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ১৮ হাজার ২২৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ জনে।

পেছনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে আক্রান্ত ছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।