বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

সাকিবের দরদ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

Fresh News রিপোর্ট
নভেম্বর ১৬, ২০২৪
১০:১৩ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক:

১৫ নভেম্বরে বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশে মুক্তি পেয়েছে সুপারস্টার শাকিব খান অভিনীত “দরদ”। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। ঈদের পরে এতো বড় পরিসরে বাংলা সিনেমা মুক্তি দিয়ে প্রশংসা পাচ্ছেন এই নির্মাতা। প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পাওয়ার পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, শাকিব খানের সর্বাধিক সিনেমার নায়িকা ও সাবেক স্ত্রী অপু বিশ্বাস।

তিনি বলেছেন, “ঈদের অনেক দিন পর সিনেমা রিলিজ হলো। “দরদ” আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় সুসংবাদ। আর শাকিবের সিনেমা নিয়ে বলার কোনো ভাষা থাকে না। কারণ, বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিব খান চেঞ্জ করছে। সেই জায়গা থেকে শুভকামনা দরদের জন্য, এবং দরদের পুরো টিমকে। লন্ডন, মালদ্বীপ এবং ইউএস-এর যেসব হলে দরদ মুক্তি পেয়েছে, সেগুলোতে প্রায় নব্বই শতাংশ টিকেট বিক্রি হয়েছে বলে নির্মাতা জানিয়েছেন। এই সাফল্যের কৃতিত্ব শাকিব খানতে দিতে চান অনন্য মামুন।

নির্মাতা বলেন, মেগাস্টারের একটা পাওয়ার লাগে। সেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বেই। একটা সিনেমা মুক্তির পর যদি আনন্দ উৎসব না হয়, তাহলেতো লাভ নেই। দরদ মুক্তির পর আমরা কিন্তু প্রমাণ পেয়েছি, শাকিব খান কোন পর্যায়ে চলে গেছে। প্রায় পাঁচ বছর পর প্রথমবার কোনো উৎসব ছাড়াই শাকিব খানের সিনেমা মুক্তি পেলো।

সিনেমাটি বাংলাদেশে মুক্তির দুই সপ্তাহ পর ভারতে মুক্তির কথা রয়েছে। প্যান ইন্ডিয়ার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এ ছাড়াও আরও অভিনয় করেছেন— বলিউডের রাহুল দেব, টলিউডের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ। উল্লেখ্য, দেশে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দরদ।