ফ্রেশ নিউজ ডেস্ক :
আগামী শিক্ষাবর্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক সম্মানে লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গতকাল শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে এক সমাবেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এ কথা বলেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও ডিগ্রির গুণগত মান উন্নয়নে নানা পদক্ষেপের কথাও সমাবেশে তুলে ধরেন উপাচার্য। সমাবেশে ছয়টি কলেজের ছাত্র-শিক্ষক ও স্থানীয় সুধীজনেরা অংশ নেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়ন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘ইন্ডাস্ট্রি-একাডেমিক’ সংযোগ স্থাপনে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস সংস্কারের কথা উল্লেখ করেন উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।
আমানুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং অন্যান্য সংক্ষিপ্ত টেকনিক্যাল কোর্স চালু করা হবে। ভবিষ্যতে স্নাতক সম্মান কোর্সের সঙ্গে কারিগরি যেকোনো একটি কোর্স বাধ্যতামূলকভাবে পড়তে হবে। কলেজ পর্যায়ে টেকনিক্যাল কোর্স পাঠদানে সব ধরনের সহযোগিতা করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।
ছাত্রছাত্রীদের ক্লাসে উপস্থিতির হার বাড়ানো, অ্যাসাইনমেন্ট ও ইনকোর্সগুলো মনিটরিংয়ের আওতায় আনা, শিক্ষকদের প্রশিক্ষণ, কলেজের লাইব্রেরিগুলোয় পর্যাপ্ত বইয়ের উপস্থিতি নিশ্চিত করাসহ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন উপাচার্য।
২০২৫ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘পরীক্ষা বর্ষ’ ঘোষণা করে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের থেমে থাকা পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার কাজ চলছে। এতে আগামী বছরের নভেম্বর-ডিসেম্বর নাগাদ বিশ্ববিদ্যালয়ের সেশনজট প্রায় ৮০ শতাংশ কমে আসবে।
এতে সভাপতিত্বে করেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার । সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী ও বগুড়ার পুলিশ সুপার জেদান আল মূসা। সমাবেশে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র নির্মাণেরও ঘোষণা দেন উপাচার্য।