লিভারপুলে মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ক্রমেই বাড়ছে। ২০২৪ সালে চুক্তি শেষ হতে চললেও এখনও চুক্তি নবায়নের প্রস্তাব পাননি এই মিশরীয় তারকা। সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ জয়ের পর সালাহ নিজেই জানিয়েছেন তার হতাশার কথা।
“ডিসেম্বর প্রায় চলে এসেছে, কিন্তু আমি এখনো ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি ক্লাবের চেয়ে বাইরে থাকার কথা ভাবছি বেশি,” বলেছেন সালাহ।
চলতি মৌসুমে সালাহর পারফরম্যান্সের কোনো ঘাটতি নেই। ১৮ ম্যাচে করেছেন ১২ গোল ও ১০ অ্যাসিস্ট। প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট নিয়ে লিভারপুলকে শীর্ষে রাখার পেছনে তার ভূমিকা অপরিসীম। বিশ্লেষণ সংস্থা অপ্টার মতে, সালাহর গোল ও অ্যাসিস্ট না থাকলে লিভারপুল বর্তমানে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে থাকতো।
তবে ক্লাব মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ (এফএসজি) চুক্তি নবায়নে ধীরগতি দেখাচ্ছে। শুধু সালাহ নয়, ভার্জিল ভ্যান ডাইক ও ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের চুক্তি নিয়েও একই অবস্থা। এই বিষয়ে লিভারপুল ভক্তরা সামাজিক মাধ্যমে এফএসজির সমালোচনা করছেন।
সালাহ ক্লাবের প্রতি তার ভালোবাসার কথা জানিয়ে বলেছেন, “এই ক্লাবে অনেকদিন ধরে আছি। এরকম ক্লাব আর হয় না। তবে দিনশেষে চুক্তি নবায়নের বিষয়টি আমার হাতে নেই। আমি হতাশ, কিন্তু চেষ্টা করছি মৌসুমে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার।”
সাবেক সিইও পিটার মুর জানিয়েছেন, ক্লাব ইতিমধ্যে সালাহসহ ভ্যান ডাইক ও আলেকজান্ডার-আর্নল্ডের এজেন্টদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সালাহর এজেন্টের সঙ্গে লিভারপুলের প্রাথমিক আলোচনা ইতিবাচক।
লিভারপুলে থেকে শিরোপা জেতার প্রত্যাশা নিয়ে সালাহ তার পারফরম্যান্স ধরে রাখতে বদ্ধপরিকর, তবে চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা তাকে হতাশ করে তুলছে।