বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫
৯ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পটুয়াখালীতে তিন বাসে অভিযান, ২৫ মণ জাটকা জব্দ ও জরিমানা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১, ২০২৪
৩:৫৩ অপরাহ্ণ

পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী তিনটি বাসে অভিযান চালিয়ে ২৫ মণ নিষিদ্ধ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৩০ নভেম্বর) রাতে শেখ কামাল সেতু এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে বাস মালিকদের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বৈধ সামুদ্রিক মাছের ডোপও জব্দ করা হয়, যা প্রকৃত মালিকদের ফেরত দেওয়া হয়েছে। অবৈধ জাটকা স্থানীয় মাদরাসা ও জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।

অভিযান পরিচালনায় ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অবৈধ মাছ পরিবহনের দায়ে আর পি পরিবহন, মর্ডান পরিবহন এবং সি-লাইন পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।