২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সব আসামিকে খালাস দেওয়ায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই রায়ে আওয়ামী লীগের আমলে বিচার প্রক্রিয়ায় জোরজবরদস্তির বিষয়টি প্রমাণিত হয়েছে।
রিজভী আরও বলেন, “আওয়ামী লীগ রাষ্ট্রশক্তি ব্যবহার করে তারেক রহমানসহ বিএনপি নেতাদের অন্যায়ভাবে সাজা দিতে চেয়েছিল। তবে হাইকোর্টের রায় ন্যায়বিচারের উদাহরণ স্থাপন করেছে।”
তিনি ভারত সরকার প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “শেখ হাসিনার পতন মেনে নিতে পারছে না ভারত। তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে।”
রিজভী আরও বলেন, “বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রতিবাদ করেছিল এবং গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করার যে কোনো পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সরকারকে বিরত থাকার আহ্বান জানায়।”
বিএনপি নেতা তারেক রহমান ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারকে ছাত্র-জনতার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন বলে জানান রিজভী। তিনি সরকারকে বিভাজন এড়ানোর জন্য বিচক্ষণতার পরিচয় দেওয়ার আহ্বান জানান।