শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৬, ২০২৪
১:৫১ অপরাহ্ণ

বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্সের (AQI) স্কোর ২৪২ নিয়ে ঢাকার বাতাসকে “খুবই অস্বাস্থ্যকর” হিসেবে চিহ্নিত করা হয়েছে।

AQI তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হো চি মিন সিটি (স্কোর ১৯০) এবং তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি ও লাহোর।

AQI সূচক অনুযায়ী, স্কোর ২০১ থেকে ৩০০ “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১ থেকে ৪০০ “বিপজ্জনক” হিসেবে বিবেচিত হয়। এ ধরণের বাতাস বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে বাতাসের মান নির্ধারণে পিএম-২.৫, পিএম-১০, এনও₂, সিও, এসও₂, এবং ওজোনের মতো দূষণ উপাদান বিবেচনা করা হয়। বিশেষত, পিএম-২.৫ ক্ষুদ্র বস্তুকণা, যা ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যার মতো প্রাণঘাতী রোগ সৃষ্টি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, প্রতি বছর বায়ু দূষণের কারণে প্রায় ৭০ লাখ মানুষের প্রাণহানি ঘটে।