শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

স্পিডোমিটারের ভুলে ‘বিশ্বের দ্রুততম’ সিরাজ!

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ৭, ২০২৪
১২:২৯ অপরাহ্ণ

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে একটি মজার ভুল ঘটেছে, যা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বেশ হাস্যরস ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের একটি বলের গতি স্পিডোমিটার ১৮১.৬ কিলোমিটার দেখায়। যদিও এটি প্রযুক্তিগত ত্রুটি ছাড়া কিছুই নয়, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা নিয়ে রীতিমতো ঝড় উঠে।

শোয়েব আখতারের রেকর্ড ভেঙে?
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে দ্রুত গতির বলের রেকর্ড পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতারের দখলে। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তিনি ১৬১.৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন। কিন্তু সিরাজের ক্ষেত্রে প্রযুক্তিগত ভুলে সেই রেকর্ডও ভেঙে গিয়েছে বলে দেখানো হয়, যা টিভি স্ক্রিনেও দেখা গেছে।

মজার প্রতিক্রিয়া
সিরাজকে নিয়ে সামাজিক মাধ্যমে মজার সব মন্তব্য ছড়িয়ে পড়ে। কেউ বলেছেন, “সিরাজকে দেখে স্পিডোমিটারও ভয় পায়,” আবার কেউ মজা করে বলেছেন, “বিশ্বের দ্রুততম বোলার হাজির!” এমনকি সিরাজের এই ‘রেকর্ড’ নিয়ে বেশ কিছু মিমও শেয়ার করা হয়েছে।

ম্যাচের পরিস্থিতি
ম্যাচের প্রথম দিনে সিরাজ ১০ ওভারে ৩টি মেডেনসহ ২৯ রান দিলেও কোনো উইকেট পাননি। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ১ উইকেটে ৮৬ রান করেছিল এবং দ্বিতীয় দিনে ভারতের ১৮০ রানের লক্ষ্য পেরিয়ে লিড নেয়। ভারতীয় ব্যাটিং লাইনআপ মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে (৬ উইকেট) ভেঙে পড়ে। তবে পার্থে প্রথম টেস্ট জিতে ভারত সিরিজে এগিয়ে রয়েছে।

ক্রিকেটে প্রযুক্তিগত ত্রুটি মাঝেমধ্যেই ঘটতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা কখনো কখনো ক্রীড়াপ্রেমীদের জন্য বাড়তি বিনোদনেরও উৎস হয়ে দাঁড়ায়।