বলিউডের খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমার সম্প্রতি দুর্ঘটনায় পড়েছেন। মুম্বাইয়ে ‘হাউসফুল ৫’ ছবির শুটিংয়ের সময় একটি দৃশ্যের শুটিং চলাকালীন তিনি আহত হন। জানা গেছে, দুর্ঘটনায় অক্ষয়ের চোখে গুরুতর ক্ষত হয়েছে, তবে বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন।
সূত্রের বরাত দিয়ে জানা গেছে, শুটিংয়ের সময় একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যের জন্য অক্ষয় কাজ করছিলেন, এমন সময় কিছু আঘাতপ্রাপ্ত বস্তু তার চোখে এসে লাগে। এতে তীব্র ব্যথা অনুভব করেন তিনি এবং শুটিং সেটে অবস্থিত চিকিৎসককে তৎক্ষণাৎ ডেকে আনা হয়। চিকিৎসক অক্ষয়ের চোখে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং ব্যান্ডেজ করে দেন। এরপর, তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া, ওই সূত্র আরও জানায় যে অক্ষয় কুমার শীঘ্রই শুটিংয়ে ফিরতে চান, কারণ ছবির শেষ পর্যায়ের কাজ বাকি রয়েছে এবং তিনি ছবিটি থামাতে চান না।
‘হাউসফুল ৫’-এ অক্ষয়ের সাথে আরও অভিনয় করছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তালপড়, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিস ফাকরি সহ আরও অনেক তারকা। ছবির শুটিং ইউরোপের বিভিন্ন দেশে যেমন নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি এবং প্লাইমাউথে হয়েছে। আগামী ২০২৫ সালের ৬ জুন ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।