শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৫, ২০২৪
৩:৩৬ অপরাহ্ণ

ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, বাংলাদেশের ওষুধ শিল্প বর্তমানে একটি শক্তিশালী অবস্থানে রয়েছে এবং পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এছাড়াও, স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় পাকিস্তান।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্য এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন, “বাংলাদেশের ওষুধ শিল্পের অবস্থান খুবই শক্তিশালী, এবং পাকিস্তান এই শিল্প থেকে ওষুধ আমদানির জন্য আগ্রহী।”

এই সাক্ষাৎকালে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।