শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি করলেন এনামুল হক বিজয়

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৭, ২০২৪
৭:২৮ অপরাহ্ণ

চলমান এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে প্রথমবারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়। মঙ্গলবার খুলনা বিভাগের হয়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। এর ফলে খুলনা ১৮০ রানের একটি শক্তিশালী পুঁজি গড়ে। বিজয়ের সেঞ্চুরির পর, তিনি সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলে ফেরার ইচ্ছা ও চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন।

এনামুল হক বিজয় বলেন, “খেলোয়াড় হিসেবে দুটি ধরণের চ্যালেঞ্জ থাকে। একটিটি হচ্ছে নিজের উন্নতি করা এবং অন্যটি হলো দলে অবদান রাখা। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি যে ভূমিকা পালন করতে যাচ্ছি, সেটি সফলভাবে পালন করা। যদি আমি ভালো খেলি, তবে অবশ্যই দলের জন্য এটি ইতিবাচক হবে এবং টিম ম্যানেজমেন্টও আমাকে জাতীয় দলে ফিরিয়ে আনার কথা ভাববে।”

জাতীয় দলে ফেরার চ্যালেঞ্জ নিয়ে বিজয় আরও যোগ করেন, “আমার বিশ্বাস, যদি আমি ভালো খেলি, নির্বাচকরা এটি দেখবেন এবং সবাই বুঝবেন যে আমি দলের জন্য উপকারী হতে পারি। তবে, এটা মনে রাখতে হবে যে অনেক সময় একজন খেলোয়াড় ভালো খেলে, কিন্তু তার জায়গায় কেউ ইতিমধ্যে থাকে এবং সে নিজেও ভালো খেলে। তাই কখনো কখনো সুযোগ না পাওয়ার কারণ এটাই হতে পারে। আমি বিশ্বাস করি, যখন দলের প্রয়োজন হবে, তখন সেই সুযোগ আসবে।”

বিজয়ের সেঞ্চুরির পর তাকে নিয়ে আলোচনা শুরু হলেও তিনি নিজের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন। ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান বলেন, “আমি মনে করি না আমি খুব ভালো ব্যাটিং করেছি। আমি শুধু চেষ্টা করেছি রান বের করার এবং মারার। প্রথম দিকে বলটা ভালোভাবে ব্যাটে লাগছিল না, কিন্তু তারপর ১৬ ওভার পর একটু মোমেন্টাম পেলাম। যখন স্কোরবোর্ডে ৮৮ রান দেখলাম, তখন মনে হলো যে এক ওভার বাকি থাকলে দুটি বাউন্ডারি মারলে সেঞ্চুরি সম্ভব।”

বিজয়ের সেঞ্চুরির সৌজন্যে খুলনা ১৮০ রানের একটি পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয়। ঢাকা বিভাগ তাদের নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৯ রান করতে পারে, ফলে খুলনা ২১ রানে জয় লাভ করে।

এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার এই সেঞ্চুরি নিশ্চিতভাবেই খুলনার জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে দাঁড়াবে, এবং জাতীয় দলে ফেরার জন্য তার চেষ্টাও অব্যাহত থাকবে।