শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

৬ বছর পর ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ বাংলাদেশের

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪
১২:৪৬ অপরাহ্ণ

রিশাদ হোসেনের দুর্দান্ত স্পেল, তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের নির্ভরযোগ্য বোলিং—সব মিলে ২৭ রানের জয় নিয়ে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।

১২৯ রানের চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও দারুণ বোলিং করেন বাংলাদেশি বোলাররা। রস্টন চেজের টানা দুই ছক্কায় চাপ বাড়লেও রিশাদের অসাধারণ ১৭তম ওভার এবং তাসকিন-তানজিমের কার্যকর বোলিং ক্যারিবিয়ানদের ১০২ রানে থামিয়ে দেয়।

ব্যাটিংয়ে শামীম পাটোয়ারীর ১৭ বলে ৩৫ রানের ইনিংস দলের জয়ের ভিত গড়ে দেয়। এর সঙ্গে জাকের আলী অনিকের ২০ বলে ২১ রানের ক্যামিও বাংলাদেশকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও বাংলাদেশের বোলিং আক্রমণ জয় ছিনিয়ে আনতে দারুণ ভূমিকা রাখে।