বাংলাদেশি আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা অর্জুন সিং। সাক্ষাৎটি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অনুষ্ঠিত হয়। এসময় বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী এবং বিজেপি-ঘনিষ্ঠ সন্ন্যাসী কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থার বিষয়ে মন্তব্য:
রবীন্দ্র ঘোষ বাংলাদেশে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে সোচ্চার। তিনি দাবি করেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়ানোর কারণে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
বিজেপি নেতা অর্জুন সিং বলেন, “রবীন্দ্র ঘোষ একজন সাহসী মানুষ। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ন্যায়বিচারের জন্য তার লড়াই আমাদের অনুপ্রাণিত করেছে। জীবন নিয়ে হুমকি থাকা সত্ত্বেও তিনি ভয় পাননি।”
রবীন্দ্র ঘোষও এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা ভয়াবহ। আমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”