শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

শামীম হোসেন পাটোয়ারির ফিরে আসা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪
৩:২১ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের অনিয়মিত খেলোয়াড়দের তালিকা করলে শামীম হোসেন পাটোয়ারি বেশ ওপরের দিকে থাকবেন। যুব বিশ্বকাপে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে পরিচিতি পাওয়া শামীম, তার খুনে মেজাজে ব্যাটিংয়ের জন্য ব্যাপক সমাদৃত। ২০২০ সালে যুব বিশ্বকাপ জেতানোর পর খুব দ্রুত জাতীয় দলে জায়গা পান তিনি।

শুরুর দিকে জাতীয় দলের হয়ে কিছু ম্যাচ খেললেও পরবর্তী সময়ে তার জায়গা হারিয়ে যান। ব্যাটিংয়ের ক্ষেত্রে নানা সমালোচনার মুখে পড়েন এবং ফিটনেস নিয়েও প্রশ্ন ওঠে। এরপরই একপ্রকার আড়ালে চলে যান শামীম। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করে আবারও সুযোগ পান জাতীয় দলে। এক বছরের বেশি সময় পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরে শুরুটা বেশ ভালোই করেছেন তিনি।

সোমবার সেন্ট ভিনসেন্টে, ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পথে শামীমের অবদান ছিল গুরুত্বপূর্ণ। ১৫তম ওভারের সময় বাংলাদেশ যখন ৯৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে, তখন ব্যাটিংয়ে নামেন শামীম। মাত্র ১৩টি বল মোকাবেলা করে তিনি ১টি চার এবং ৩টি ছক্কায় ২৭ রানের মহা-গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার এই ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশ মোট ১৪৭ রান সংগ্রহ করে এবং পরে ৭ রানে জয় পায়। তার ফিল্ডিংও ছিল দারুণ, কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন তিনি।

পাঁচ ওভার পর যখন শামীম মাঠে নামেন, তখন তার জন্য এটা ছিল নিজেকে প্রমাণ করার একটা সুবর্ণ সুযোগ। তিনি বলেন, “আমি এক বছর পর দলে এসেছি, এই ইনিংসটা আমার দরকার ছিল। আমি আত্মবিশ্বাসী ছিলাম যে আমি দলকে কিছু দিতে পারব।” তার এই আত্মবিশ্বাস দলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

সেন্ট ভিনসেন্টের উইকেট সম্পর্কে শামীম বলেন, “যখন আমি ক্রিজে যাই, তখন মনে হয়েছে আমাকে রান করতে হবে, আমি রান করলে দল ভালো জায়গায় যাবে।”

এখন সিরিজের আরও দুটি ম্যাচ বাকি। আজ (বুধবার) বাংলাদেশ সময় ভোর ৬টায় দ্বিতীয় ম্যাচে দুই দল মুখোমুখি হবে। এই ম্যাচে জয় পেলে বাংলাদেশ সিরিজ নিজেদের করে নেবে এক ম্যাচ বাকি রেখেই।