শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

২০২৪ সালে বিশ্বে রেকর্ড ৮৭৭ কোটি টন কয়লা পোড়ানোর , অর্ধেকই ব্যবহার করেছে চীন

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৮, ২০২৪
৫:৫৪ অপরাহ্ণ

চলতি ২০২৪ সালে বিশ্বজুড়ে রেকর্ড পরিমাণ ৮৭৭ কোটি টন কয়লা পোড়ানো হয়েছে, যার অর্ধেকই ব্যবহৃত হয়েছে চীন। এই বছরের কয়লা পোড়ানোর পরিমাণ ইতিহাসে সর্বোচ্চ, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্যারিসভিত্তিক আন্তঃসরকার সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) বুধবার এক বিবৃতিতে জানায়, ২০২৪ সাল এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে চিহ্নিত হয়েছে। জলবায়ুবিদদের মতে, জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে বিশ্ব উষ্ণ হচ্ছে, এবং এর মধ্যে কয়লার ভূমিকা সবচেয়ে বেশি। প্রতিদিনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণের একটি উল্লেখযোগ্য অংশ কয়লা পোড়ানোর কারণে হয়ে থাকে।

আইইএ’র তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চীন বিশ্বে কয়লার ব্যবহারে শীর্ষস্থানে রয়েছে। দেশটি রেকর্ড ৪৯০ কোটি টন কয়লা পোড়িয়েছে, যা আগে কখনো ঘটেনি। যদিও চীন তার বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থায় সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়েছে, তবে কয়লার ব্যবহার নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

অপরদিকে, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে কয়লার ব্যবহার কিছুটা কমেছে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে ইউরোপে ১২ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৫ শতাংশ কয়লার ব্যবহার কমেছে। তবে জলবায়ুবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী বছরগুলোতে এই হ্রাস বজায় রাখা সম্ভব হবে কিনা।

বিশ্বের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর ধারণা, ২০২৫ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চুক্তি ও প্রতিশ্রুতির প্রতি তার অবস্থান বিপজ্জনক হয়ে উঠতে পারে, যা পরিবেশগত উদ্যোগগুলোর অগ্রগতি বন্ধ করে দিতে পারে।