শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৪
৯:৫১ পূর্বাহ্ণ

দেশের বাণিজ্যিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের করাচি বন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে আসছে কনটেইনারবাহী জাহাজ এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। গত ১১ ডিসেম্বর করাচি বন্দর থেকে যাত্রা শুরু করা জাহাজটি শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা।

জাহাজটি এবার ৮২৫ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে আসছে। এতে পোশাক শিল্পের কাঁচামালসহ বিভিন্ন ভোগ্যপণ্য রয়েছে। এর আগে গত ১১ নভেম্বর একই জাহাজ ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে প্রথমবার সরাসরি করাচি থেকে চট্টগ্রাম বন্দরে আসে।

কনটেইনারের পণ্য:
জাহাজটিতে বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক পণ্য রয়েছে, যার মধ্যে রয়েছে রাসায়নিক পদার্থ, খনিজ পণ্য, এবং ভোগ্যপণ্য। প্রথমবারের মতো আসা জাহাজে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেশিয়াম, কাঁচামাল কাপড়, গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, খেজুর এবং বিভিন্ন ধাতব পণ্য ছিল।

সরাসরি জাহাজ চলাচলের সুবিধা:
রিজেন্সি লাইনস লিমিটেডের প্রতিনিধি আনিস উদ দৌলা জানান, সরাসরি জাহাজ চলাচলের ফলে ব্যবসায়ীদের সময় এবং খরচ উভয়ই কমছে। আগে তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে পণ্য পরিবহন করা হতো, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল ছিল।

বন্দরের গুরুত্ব:
এ ধরনের সরাসরি জাহাজ যোগাযোগ দেশের বাণিজ্যে নতুন মাত্রা যোগ করেছে। দ্রুত পণ্য সরবরাহের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে গতি আসছে, যা অর্থনীতির জন্য ইতিবাচক।