শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

ব্যাট হাতে খারাপ সময়, তবে নেতৃত্বে উজ্জ্বল লিটন দাস

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ১৯, ২০২৪
২:২১ অপরাহ্ণ

ব্যাট হাতে রানখরায় ভুগলেও লিটন দাসের নেতৃত্বে দারুণ সাফল্য পেয়েছে বাংলাদেশ। ক্যারিবীয় প্রধান কোচ ফিল সিমন্সের বিশ্বাস, শিগগিরই ফর্মে ফিরবেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার।

নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করছেন লিটন দাস। তার নেতৃত্বেই দীর্ঘ ছয় বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

তৃতীয় ও শেষ ম্যাচের আগে গণমাধ্যমে লিটনের নেতৃত্ব নিয়ে ফিল সিমন্স বলেন, “এই দুটি ম্যাচেই লিটন অসাধারণ কিছু সিদ্ধান্ত নিয়েছে। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সে দায়িত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও ব্যাটে রান নেই, তবে এটাকে বড় সমস্যা মনে করছি না। সবাই প্রতিদিন রান করতে পারে না। আশা করছি, শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে।”

প্রথম দুই ম্যাচের পিচ নিয়ে সিমন্স আরও যোগ করেন, “প্রথম দিনের উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। তবে দ্বিতীয় ম্যাচে সময়ের সঙ্গে ব্যাটিং কঠিন হয়ে উঠেছিল। তবে এটি কোনো ১৩০ রানের পিচ ছিল না। দুই দলই সমান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।”

এদিকে, শামীম পাটোয়ারির পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে সিমন্স বলেন, “শামীম ম্যাচসেরা হয়েছে, যা দারুণ বিষয়। সে দুটি ম্যাচেই নিজেকে প্রমাণ করেছে এবং এর আগে অনুশীলনেও নিজের সামর্থ্য দেখিয়েছে। সে জানে তাকে কী করতে হবে, যা দেখে ভালো লাগছে।”

লিটনের ব্যাটিং ফর্ম নিয়ে শঙ্কা থাকলেও তার নেতৃত্বের প্রশংসায় ফুটে উঠেছে দলকে সামনে থেকে এগিয়ে নেওয়ার সামর্থ্য। কোচের বিশ্বাস, শীঘ্রই ব্যাট হাতে নিজের পুরোনো রূপে ফিরবেন তিনি।