শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫
১০ই মাঘ, ১৪৩১

আমরা জনতার পক্ষে সত্য বলি

অবৈধ অভিবাসীদের জন্য মুম্বাইয়ে ডিটেনশন সেন্টার তৈরি ঘোষণা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

Fresh News রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৪
২:৩৩ অপরাহ্ণ

 

ভারতের মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে উন্নত ডিটেনশন সেন্টার নির্মাণ করা হবে। শুক্রবার (২১ ডিসেম্বর) ভারতীয় বার্তাসংস্থা এএনআই-এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মুখ্যমন্ত্রী ফড়নবিস বলেন, “সম্প্রতি বিভিন্ন মাদকের মামলায় এবং অবৈধ প্রবেশের অভিযোগে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছেন। তাদের সরাসরি কারাগারে রাখা যায় না, তাই ডিটেনশন সেন্টারে রাখতে হবে। বর্তমানে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনের (বিএমসি) জমিতে একটি ডিটেনশন সেন্টার রয়েছে, তবে সেটি প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করছে না। এ কারণে বিএমসি থেকে নতুন জমি চাওয়া হয়েছে, যেখানে একটি আধুনিক ডিটেনশন সেন্টার তৈরি করা হবে।”

এদিকে, মহারাষ্ট্রের থানে জেলার পুলিশ জানিয়েছে, মানব পাচারবিরোধী সেলের অভিযানে কল্যাণ এলাকায় অবৈধভাবে বসবাসকারী এক বাংলাদেশি দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম সবুজ সানোয়ার শেখ ও বিশতি সবুজ শেখ। অভিযোগ রয়েছে, তারা ভারত-বাংলাদেশ সীমান্ত অবৈধভাবে পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেছেন।

পুলিশ আরও জানায়, এই দম্পতির বিরুদ্ধে পাসপোর্ট আইন এবং ফরেনার্স অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে। একইসঙ্গে তাদের আশ্রয় দেওয়া বাড়ির মালিক মোস্তফা মুন্সির বিরুদ্ধেও মামলা করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি জানতেন যে দম্পতিটি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে, তবুও তাদের বাড়ি ভাড়া দিয়েছিলেন।

এই উদ্যোগের মধ্য দিয়ে মহারাষ্ট্র সরকার অবৈধ অভিবাসীদের আটক এবং তাদের কার্যকরভাবে পরিচালনার পদক্ষেপ জোরদার করতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।