উইকেটকিপার ব্যাটার ও টাইগার অধিনায়ক লিটন দাসের ব্যাটিং ফর্ম নিয়ে হতাশা থাকলেও তার নেতৃত্বের প্রশংসা করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ১৪ রান করলেও দলের খেলা পরিচালনায় লিটনের দূরদর্শিতা কোচের কাছে প্রশংসিত হয়েছে।
সালাউদ্দিন বলেন, “লিটনের অধিনায়কত্ব অসাধারণ। কুমিল্লাতে প্রথমবার তাকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুনতে হয়েছিল, কিন্তু আমি তখনও বিশ্বাস করতাম সে একজন প্রকৃত নেতা। খেলার সময় সে মাঠের পরিস্থিতি থেকে ৩-৪ ওভার আগে চিন্তা করতে পারে। এটি একজন অধিনায়কের গুরুত্বপূর্ণ গুণ। তার ফিল্ড সেটআপ এবং বোলার ব্যবহারের কৌশল দুর্দান্ত ছিল। স্বল্প রানের মধ্যে আমরা দুটি ম্যাচ বের করতে পেরেছি, যা তার অধিনায়কত্বের প্রতিফলন।”
যদিও লিটনের সাম্প্রতিক পারফরম্যান্স হতাশাজনক, কোচ মনে করেন এটি সাময়িক। তিনি বলেন, “যেকোনো ব্যাটারের খারাপ সময় আসতে পারে। লিটনের টেকনিক্যাল কোনো ত্রুটি আমি দেখছি না। সে খুব দ্রুত এই অবস্থার উন্নতি করবে। সে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার, যেকোনো ফরম্যাটেই। আমি এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই।”
কোচ আরও যোগ করেন, “একজন ব্যাটার যখন রান করতে পারে না, তখন আমরা যারা তার সঙ্গে কাজ করি, তাদেরও খারাপ লাগে। তবে মানসিকভাবে আরেকটু রিল্যাক্স থাকতে পারলে লিটন ভালো খেলবে এবং এই খারাপ সময় পেরিয়ে যাবে।”
লিটনের ব্যাটিংয়ের ফর্মহীনতা দলের জন্য একটি অস্বস্তিকর ব্যাপার হলেও তার নেতৃত্বগুণ দলের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন কোচ।